হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চর্চাকৃত উত্তম চর্চার তালিকাঃ-
০১। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার লক্ষ্যে “আলোর ফেরিওয়ালা” টিম গঠন;
০২। তাৎক্ষনিক বিদ্যুৎ বিভ্রাট নিরসনের জন্য “ দূর্যোগে আলোর গেরিলা” টিম গঠন;
০৩। অনলাইন বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম ( রকেট, বিকাশ, টেলিটক);
০৪। গ্রাহক অভিযোগ জানানোর জন্য হবিগঞ্জ পবিসে কন্ট্রোল রুম স্থাপন।
০৫। গ্রাহকদের সাথে নিয়মিত উঠান বৈঠক করা;
০৬। উদ্ভাবন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা;
০৭।GRS বিষয়ক Focal Point নির্ধারণ;
০৮।“অনলাইন গণশুনানী” আয়োজন করা;
০৯।সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অত্র পবিসে (e-Nothi, e-GP, ERP, National Web Portal) ব্যবহার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস